ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ১০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। এর জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় অন্তত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।
শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ অক্টোবর) ভোরে আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরায়েলে হামলা শুরু করে হামাস। গোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশেন আল-আকসা স্টর্ম’। অভিযান শুরুর কিছুক্ষণ পরেই অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে প্রথম ২০ মিনিটের ভেতরেই ৫ হাজার রকেট নিক্ষেপ করে। হামলায় ইসরায়েলে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আরও সাত শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে।
অন্যদিকে, ইসরায়েলের যুদ্ধবিমান বেসামরিক ভবন লক্ষ্য করেও হামলা চালাচ্ছে। ফলে এত মানুষ হতাহত হয়েছেন। বিমান হামলার তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। গাজার হাসপাতালগুলো আহত ও নিহত মানুষে ভরে গেছে। সেখানকার স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
হামাসের এই হামলার পরই ইসরায়েল যুদ্ধের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ইসরায়েলিদের উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি, কোনো অভিযান নয়, কোনো উস্কানি নয়, যুদ্ধ। আজ সকালে ইসরায়েল ও ইসরায়েলিদের বিরুদ্ধে মারাত্মক ও আকস্মিক হামলা চালিয়েছে হামাস। আমরা সকাল থেকে এ ধরনের পরিস্থিতিতে আছি। আমি নিরাপত্তা ব্যবস্থার সব প্রধানের সঙ্গে বৈঠক করেছি। আমি রিজার্ভ সেনাদের জড়ো করা এবং শক্তিশালী প্রতিশোধমূলক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি, যা শত্রুরা কখনো কল্পনা করেনি।
ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, তিনি রিজার্ভ সেনা তলবের নির্দেশ দিয়েছেন এবং সরকার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।
অন্যদিকে, হামাস ফিলিস্তিনের সমস্ত প্রতিরোধ সংগঠনকে এই যুদ্ধে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে। এরইমধ্যে এই আহবানে সাড়া দিয়ে ইসলামী জিহাদ আন্দোলন যুদ্ধে জড়িয়ে পড়েছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাকেও যুদ্ধে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে হামাস
১ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে