যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে ২বছরের শিশু মারিয়ার মৃত্যু হয়েছে।
(১৪ নভেম্বর) মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় রাঙারহাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
শিশু মারিয়ার ঐ গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। তার পিতা ফিরোজ হোসেন জানান, আমার স্ত্রী শিশুটির মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এ সময় আমার ২বছরের মেয়ে মারিয়া ঘরের বাহিরে খেলা করছিলো, কিছুক্ষন পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে আমার স্ত্রী সহ বাড়ির লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মারিয়াকে পুকুরে ভাসতে দেখেন আমার ভাইপো রুবেল। পরে তাকে উদ্ধার করে মোটরসাইকেল যোগে অভয়নগর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ বিষয়ে অভয়নগর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ -পানিতে ডুবে ২বছের শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
২৩ ঘন্টা ৯ মিনিট আগে
২৩ ঘন্টা ৩১ মিনিট আগে