আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কিশোরগঞ্জ-৬ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) সংসদীয় আসনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিলুর রহমান ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর পরর্বতী উপনির্বাচনে এ আসনে তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বিজয় হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই এলাকায় ব্যাপক উন্নয়নের প্রধান রূপকারই হচ্ছেন প্রয়াত জিল্লুর রহমান ও তার ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তার ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার স্বাস্থ্য সুরক্ষাসহ আধুনিক চিকিৎসা সেবার ব্যাপক মান ও প্রসার ঘটেছে। এক সময়ের উন্নয়ন বঞ্চিত ভৈরব ও কুলিয়ারচর আধুনিক শহরে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাজমুল হাসান পাপন।
১ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ০ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে