ঝালকাঠির রাজাপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাজা সহ আরিফ নামের এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
১ ডিসেম্বর শুক্রবার দুপুর দেড়টার দিকে বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে এক যুবককে আটক করা হয়। আটক মাদক বিক্রেতা রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের হেমায়েত উদ্দীনের ছেলে
আরিফ।
বিষয়টি রাজাপুর থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজাপুর মেডিল মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজাসহ আরিফকে আটক করা হয়।