সিরাজগঞ্জে বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এ সময় আগুনে পুড়ে গেছে ৪টি ঘর ও ৩টি গরু যাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা
গত শুক্রবার (০১ ডিসেম্বর) রাত পৌনে বারোটা দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় আনুমানিক রাত পৌনে বারোটা দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ খবর পেয়ে ফায়র সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের পাশাপাশি সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর সদস্যারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকলের প্রচেষ্টায় দীর্ঘ ১ ঘন্টা ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ৪ টি থাকার ঘর পুরে যায় এবং ৩ টি গরু আগুনে পুড়ে মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
উক্ত স্থানে রোভার মাছুম বিল্লাহ মাহি, রোভার আশিকুর রহমান আশিক রোভার মেরাজুল ইসলাম, সহ কমিউনিটি ভলেন্টিয়ারগন এই অগ্নিকান্ড নির্বাপনে সাহসীকতার পরিচয় দিয়ে ফায়ার সার্ভিস টিমের সাথে অগ্নি নির্বাপনে অংশগ্রহণ করেন এবং সফলতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এখনো আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
৩ ঘন্টা ৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ ঘন্টা ০ মিনিট আগে
৯ ঘন্টা ২ মিনিট আগে