মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার চারটি গ্রামের প্রায় দুই হাজার মানুষের খাবার পানির সংকট নিরসনের লক্ষ্যে পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করেছে আর-প্যাক বাংলাদেশ প্যাকেজিং কোম্পানি লিমিটেড।
শুক্রবার ৮ই ডিসেম্বর সদর উপজেলার দৌলতপুর গ্রামে স্থাপিত পানির প্লান্টটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ভৈরব মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ তরফদার, আর-প্যাক বাংলাদেশ প্যাকেজিং কোম্পানির সিনিয়র ম্যানেজার (ক্রেডিট কন্ট্রোল অ্যান্ড কমার্শিয়াল) মনিরা পারভিন, টিম লিডার মনজুর আলম, সিনিয়র ডিজাইনার হোসেন মিয়া, এসিস্ট্যান্ট ম্যানেজার আজমিরী সুলতানা, কর্মকর্তা হাসান সরকার ও এক্সিকিউটিভ রেজওয়ানুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জনকল্যাণে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে পানি বিশুদ্ধকরণ প্লান্টটি স্থাপন করা হয়েছে। যা প্রতি ঘণ্টায় ৫০০ লিটার পানি বিশুদ্ধ করতে সক্ষম। এর মাধ্যমে সদর উপজেলার দৌলতপুরসহ চারটি গ্রামের দুই হাজার মানুষের খাবার পানির সংকট দূর হবে।
২ দিন ১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
১৭ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৮ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৪ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে