অপরুপা, এই সুন্দর মায়াবতি
বাংলার মুখ দেখে, চোখের পলখ
আমি নাহি পারি ফেলি।
প্রভু, তুমি দিয়াছো ঢেলে,
তুমি এই বাংলার মাঠে, ঘাটে, নদী, জলে।
তোমারি মহিমায় সেজে উঠেছে,,
আমার এই সবুজ, সোনালি,
শস্য, শ্যামলি বাংলার মুখ।
আখি মোর যে দিকেই তাকাই,
হলুদ শাড়ি দেখিয়া প্রাণ মোর
জুড়িয়া যায়!
চোখে মুখে হয়ে উঠিয়াছে হলুদের সমাহার।
বাংলার রূপ দেখিয়া,
মন আমার যায় ভরিয়া।
কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা,
বয়ে যায় শীত, চলে আসে
গরম, আসে বসন্তে কোকিল সুর ধরে নরম কন্ঠে।
কখনো স্রোতধারা, কখনো হলুদ শাড়ি পড়া। রুপে গুনে বাংলার
মুখ সবার সেরা।
••••
লেখক: তামিম হোসেন
শিক্ষার্থী, ঢাকা কলেজ
১ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৪ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬ দিন ১২ মিনিট আগে
১৬ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে