কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় র্যাংকন ফিশিং লিমিটেডের মালিকানাধীন এফভি মাগফেরাত নামক জাহাজটি ডুবে যায় । এতে জাহাজের ক্যাপ্টেনসহ ৬ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলাধীন ইছানগর এলাকায় সি রিসোর্স ডক ইয়ার্ডে জাহাজটি মেরামত করার সময় জাহাজের প্রোপেলার (পাখা) খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।
এ দুর্ঘটনা ঘটে জাহাজে থাকা ১৫ জন নাবিকের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো জাহাজের ক্যাপ্টেনসহ ৬ জন নিখোঁজ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটির ক্যাপ্টেন, নাবিক ও একজন গেস্টসহ ৬ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুল, রহমত আলীর পরিচয় জানা গেছে।
দুর্ঘটনা পর পরই নিখোঁজদের সন্ধানে নৌ পুলিশের ডুবুরি দল, নৌ বাহিনী, ফায়ারসার্ভিস কর্মীসহ বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬ ঘন্টা ৬ মিনিট আগে
৬ ঘন্টা ৮ মিনিট আগে
৬ ঘন্টা ১০ মিনিট আগে
৬ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৬ ঘন্টা ২০ মিনিট আগে