রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের সাতীরা রেঞ্জের অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে মালামাল সহ ৫ জেলেকে আটক করেছে বন বিভাগের বিশেষ বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
বনবিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বৃহস্পতিবার সুন্দরবনের পুষ্পকাঠি সংলগ্ন মাইটার খাল থেকে ৩টি নৌকা, জাল, ড্রাম, আহরিত মাছ বৈঠা সহ জেলেদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন সাতীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের রুহুল কুদ্দুস মোড়লের ছেলে কামরুল ইসলাম, কামরুল ইসলামের ছেলে আল মামুন, ফজের আলীর ছেলে আজিয়ার রহমান, আমিন মোড়লের ছেলে আবুল কালাম মোড়ল ও খুলনা জেলার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে আলমীর হোসেন।
সাতীরা রেঞ্জের সহকারী বন সংরক এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী এ বিষয়ে বলেন, সংরতি এলাকায় মাছ ধরার অপরাধে জেলেদের আটক করে বনআইনে আদালতে প্রেরণ করা হয়েছে।