তুমি যখন
অন্য সুখে হাঁসবে
ঠিক তখনই তোমার
দেয়ালের ওপাশে
একটি ছেলে
অঝোরে কাঁদবে
আর আর্তনাদ করবে
জলন্ত সিগারেটের ধোঁয়ায়
নিকোটিনের ছাইয়ে পুড়িয়ে দিবে
গহীনের রক্তমাখা পিন্ডটা....।
তীল তীল করে
ধ্বংস হবে
অদৃশ্য আগুনের ন্যয়
প্রতিদিন একটু একটু করে
জ্বালিয়ে দেবে তার দেহখান...।
মৃত্যুর কূপে
ঝাঁপ দেবে
অতঃপর প্রাণনাশ ঘটবে
চিরতরে হারিয়ে যাবে
পৃথিবীর বুক থেকে...।
১ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
১৪ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১৪ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ৫২ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে