ফুলের মতো ফুটতে হবে
মোহাম্মদ ইলিয়াছ
ফুলের মতো ফুটতে হবে
মনানন্দে ছুটতে হবে
লক্ষ্যপানে চেয়ে
মুখে সদা থাকবে হাসি
অযুত নিযুত রাশিরাশি
হাসবে বিজয় পেয়ে।
লক্ষ্যপানে ছুটতে গিয়ে
ফুলের মতো ফুটতে গিয়ে
ভয় পেয়েছে যারা
জনম ভরে পিছু হটে
অল্প রাগে হঠাৎ চটে
হয় যে দিশেহারা।
বলি শুনো, অবিরত
বাধার পাহাড় আছে যত
এসো ভেঙে ফেলি
বিজয় নিশান ওড়াই এসো
বিজয় পেয়ে সবাই হেসো
বাধার পাহাড় ঠেলি।
৪ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে