সাতক্ষীরার শ্যামনগরে ভাতিজার লাঠির আঘাতে আপন
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া পুকুর থেকে পানি উঠানো নিয়ে সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে আলী আকবর (৭২) নামের এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছে।
আজ বুধবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার ভুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর একই গ্রামের মৃত মোকরেছদ আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় সাইদুল, তার স্ত্রী কুলসুম ও দুই ভাই মনিরুল ও মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের ছেলে রওশন আলম তথ্যমতে জানা যায় শুকিয়ে যাওয়া বোরো ক্ষেতে যৌথ মালিকানার পুকুর থেকে বুধবার বিকালে তার পিতা শ্যালো মেশিনের সাহায্যে পানি তুলছিলেন। এসময় তার তিন চাচাত ভাই ও তাদের স্ত্রী সন্তানরা এসে পানি তোলার কাজে বাঁধা সৃষ্টি করে। একপর্যায়ে তার পিতা জোরপুর্বক পানি উঠানোর চেষ্টা করলে তাকে লাঠি দিয়ে এলাপাতাড়ি মারপিট করা হয়।
স্থানীয় ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু জানান পানি তোলাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে আকবর আলীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। বাইরে থাকায় ঘটনাস্থলে যেতে পারেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত শাকির হোসেন জানান আলী আকবরকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। তার শরীরে আঘাতের দাগ আছে
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, নিহতের ছেলে পিতাকে হত্যার ঘটনায় মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
৪৬ মিনিট আগে
১ ঘন্টা ৪১ মিনিট আগে
২ ঘন্টা ৫৪ মিনিট আগে
২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে