ঈদুল ফিতর ২০২৪
ঈদের নামাজ শেষে 'মোনাজাতে গোনাহ মাফের জন্য চোখের পানি ফেলে কাঁদতে থাকেন মুসল্লিরা'
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়েই পালিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ একটি উৎসব পবিত্র ঈদুল ফিতর ২০২৪।
শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শাহী ঈদ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ মুসল্লিদের ঢল নামে। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে নিয়ে শাহী ঈদগাহ মাঠে আসতে শুরু করেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
নামাজের পূর্বে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ এমপি এবং শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু।
প্রথম জামাতে আরও অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আনিসুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কমকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শাহী ঈদগাহ মাঠে প্রথম জামাতের ইমামতি করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান নিজামী। ২য় জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন এবং তৃতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটের অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন হাজার হাজার মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শ্রীমঙ্গলের প্রধান ঈদগাহ ছাড়াও শ্রীমঙ্গল উপজেলার সেসব ঈদগাহ এবং মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সেসব হলো:
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্ম: শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্ম-এ দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং ২য় জামাত সকাল ৮ টা ১৫ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করেন রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হিফজুর রহমান হেলালী এবং ২য় জামাতে ইমামতি করেন স্টেশন মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুল মুমিন।
রেলগেইট মারকাজ মাদরাসা মসজিদ : ভানুগাছ রোড (রেলগেইট) মারকাজ মাদরাসা জামে মসজিদেপ ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাদরাসার মুহতামিম মুফতি সিরাজ উদ্দিন।
বায়তুল আমান জামে মসজিদ : কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত ৭টা ১৫ মিনিট। প্রথম জামাতের ইমামতি করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক বাহুবলী। ২য় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা নোমান আহমদ।
বরুণা মসজিদে আবু বকর : শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসা সংলগ্ন ঐতিহ্যবাহী মসজিদে আবু বকরে (রা.) সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করের বরুণার প্রয়াত পীর শায়খ আল্লামা খলীলুর রহমান হামিদী (রহ.) এর বড় সাহেবজাদা, বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদী।
বাবু সালাম জাফর আলী জামে মসজিদ : সিন্দুরখান রোডস্থ বাবু সালাম জাফর আলী জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মাহমুদুল হাসান বাহুবলী।
উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ: শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ।
বাইতুল ফালাহ জামে মসজিদ : শহরতলীর মধ্যমুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত বাইতুল ফালাহ জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহবুবুর রহমান।
আল মদিনা জামে মসজিদ : দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ আল মদিনা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান।
শ্যামলী জামে মসজিদ : শ্যামলী জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নুরুল ইসলাম।
এছাড়া শহরতলী উত্তর ভাড়াউড়া শাহী ঈদগাহ মাঠে সকাল ৭টা ৪৫ মিনিটে, উত্তর ভাড়াউড়া পুরাতন ঈদগাহ মাঠে সকাল ৮টায় নোয়াগাও শাহী ঈদগাহ মাঠে সকাল ৮টায়, পশ্চিম ভাড়াউড়া শাহী ঈদগাহ মাঠে সকাল ৮টায়, বিটিআর আই জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সিন্দুরখান রোডস্থ জামেয়া ইসলামিয়া শাহী মসজিদে সকাল ৮টায়, এলাহী জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, পশ্চিমবাগ বায়তুন নূর জামে মসজিদে সকাল ৮টায়, জালালিয়া রোড জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, রুপসপুর জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, পূর্বাশা জামে মসজিদে সকাল ৮টায়, শহরতলীর খাসগাঁও জামে মসজিদে সকাল ৮টায়, পূর্ব বিরাইমপুরস্থ রাহমানিয়া জামে প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং ২য় জামাত ৮টা ১৫ মিনিটে, আশিদ্রোন জামে মসজিদে সকাল ৮টায়, টিকরিয়া বি-চক বায়তুর রহমান জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে, পশ্চিম সুনগইড় নুরে মদিনা জামে মসজিদে সকাল ৮টায়, সুরভী আ/এ নুরে মদিনা জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে, গাজীপুর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, মোহাজিরাবাদ পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে সকাল ৮টায়, মোহাজিরাবাদ বাইতুন নুর জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, রহমানিয়া জামে মসজিদ বিরাইমপুরে সকাল ৭টায়, রামনগর মোহাম্মাদীয়া জামে মসজিদে সকাল ৮টায়, হুসনাবাদ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং দক্ষিণ মুসলিমবাগ সুন্নতি জামে মসজিদে সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
এছাড়াও শ্রীমঙ্গল শহর-শহরতলী এবং উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি মসজিদে ঈদ নামাজ শেষে মোনাজাতে রমজানের রোজা, তারাবিহ, কোরআন তেলাওয়াত কবুলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। গোনাহ মাফের জন্য চোখের পানি ফেলে কাঁদতে থাকেন মুসল্লিরা। আল্লাহর কাছে মৃত প্রিয়জনের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা ছাড়াও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।
১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে