কেউ বানালো রেল গাড়িটা
কেউ বা মোটর গাড়ি
কেউ বা আবার গড়ে তুলে
আকাশ ছোঁয়া বাড়ি।
উড়োজাহাজ বানিয়ে কেউ
আকাশে যায় উড়ি
চাঁদের বুকে পা রেখে কেউ
খোঁজে চাঁদের বুড়ি।
সাগর তলে কেউ চলে যায়
ডুবোজাহাজ নিয়ে
কী জানি ভাই কখন মানুষ
থামবে কোথায় গিয়ে।
কেউ বা আবার আন্তজালে
দেখছে বিশ্ব ঘুরে
কৃষক বন্ধু লাঙ্গল দিয়ে
নিত্য মাটি খুঁড়ে।
সবার মুখের অন্ন যোগায়
মহান কৃষকবর
সর্বকালে সবার সেরা
ধানের কারিগর।
১ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
১৪ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
১৬ দিন ৪৪ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে