নীলফামারীর কিশোরগঞ্জে ২১ মে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচনের ভোট।
এরই মধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠছে। বিরামহীনভাবে কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে মাইকিং, মিছিল, পথসভা ও গণসংযোগ।
এছাড়াও সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ের হোটেল, রেস্তোরাঁ এবং চায়ের দোকান গুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কে বসবেন কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যানের আসনে এ নিয়ে চলছে নানা হিসাবনিকাশ। উপজেলার বিভিন্ন এলাকায় পোষ্টারে-পোষ্টারে ছেয়ে গেছে। এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আট জন হলেও ত্রিমুখী লড়াই হবে বলে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে আট জন প্রার্থী হলেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা বেশি। প্রথম অবস্থানে রয়েছেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ (ঘোড়া মার্কা), দ্বিতীয় অবস্থানে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান (মোটরসাইকেল মার্কা) এবং তৃতীয় স্থানে আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ মো আবুল কালাম বারী পাইলট (আনারস মার্কা)। আর বাকি পাঁচ চেয়ারম্যান প্রার্থীর গুনজন তেমন একটা ভালো অবস্থানে নেই।
৬ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩ ঘন্টা ২২ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১৫ ঘন্টা ১৪ মিনিট আগে