দুখু মিয়া নামে আমরা
যাকে সবাই চিনি,
সাহিত্যে অবদানের জন্য
তাঁর কাছে আমরা ঋণী।
লেটো গানের দলে তিনি
দিলেন যখন যোগ,
জীবন চালাতে করেছেন
অনেক কষ্ট ভোগ।
তিনি হলেন জাতীয় কবি
কাজী নজরুল তাঁর নাম,
কবিতায় লিখেন তাদের কথা
সমাজের জন্য জড়ান যাঁরা ঘাম।
বিদ্রোহের সুর তাঁর লিখায়
খুঁজে আমরা পাই,
তাঁর লিখা কবিতা ও গানে
সাম্যের গান গাই।
গান ও কবিতার মাধ্যমে তিনি
করেন অন্যায়ের প্রতিবাদ,
তিনি হলেন বিদ্রোহী কবি
তিনি বাংলার আশির্বাদ।
লেখক : বিধান চন্দ্র দেবনাথ
১ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬ দিন ১৮ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে