কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচের কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ করতে হলো ব্রাজিলকে। মুহুর্মুহু আক্রমণের ঢালি সাজিয়েও একটি গোলের দেখা পেলেন না ভিনিসিয়ুস, রদ্রিগো, রাফিনহারা।
মঙ্গলবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা।
পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্রাজিল। শট নেয় ১৯টি, যার মধ্যে মাত্র তিনটি শট অন-টার্গেটে রাখতে পেরেছে দরিভাল জুনিয়রের দল। ১ ম্যাচে ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি'তে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ব্রাজিল। তবে কোস্টারিকার রক্ষণভাগ দেয়ালের মতো বাধা দিতে থাকে তাদের। কোনোভাবেই এই রক্ষণভাগ ভেদ করতে পারছিল না তারা। ৩০তম মিনিটে বল জালে পাঠায় ব্রাজিল। রাফিনিয়ার নেওয়া ফ্রি-কিক থেকে রদ্রিগোর পাসে বক্স থেকে পায়ের স্পর্শে গোলটি করেন মার্কিনিয়োস। তবে লম্বা সময় ভিএআর চেকের পর সেটি বাতিল হয় অফসাইডের কারণে। ৪০তম মিনিটে বক্সে ভারগাসের ফাউলের শিকার হন পাকুয়েতা। তখন পেনাল্টির আবেদন জানালেও রেফারি সেটি দেননি।
৩ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
২১ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৩ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে