সারাদেশে চলমান কারফিউ প্রত্যাহার ও সেনাবাহিনীকে বিতর্কিত না করার দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন বলে দলীয় চেয়ারপার্সনের প্রেস উইং থেকে জানানো হয়েছে।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে কোটা সংস্কার ও রাষ্ট্র সংস্কারের চলমান আন্দোলন আরও বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
ওদিকে দলটির জাতীয়স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে রাতে তার বনানীর বাসা থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন দলীয় চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।
এর আগে শনিবার জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ও শুক্রবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছিলো পুলিশ । আজ তাদের আদালতের উপস্থাপনের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ডে দিয়েছে তাদের।
৪ ঘন্টা ৫০ মিনিট আগে
১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে