কক্সবাজারের চকরিয়ায় উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের উঠান থেকে কার্টুনে রাখা নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় মুসল্লীরা।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের উঠান থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় মুসল্লীরা জানায়, মঙ্গলবার জোহরের নামাজের পর থেকে মসজিদের উঠানে চকরিয়া সেন্ট্রাল কেয়ার হাসপাতালের নাম লেখা কালো পলিথিন মোড়ানো কার্টুনটি দেখতে পান মুসল্লীরা। তবে ভয়ে কেউ কার্টুনটি খুলে দেখেনি। পরে এশার নামাজের পরও কার্টুনটি পড়ে থাকতে দেখে মুসল্লীরা খুলে দেখতে পান ভেতরে কাগজে মোড়ানো নবজাতকের লাশ। সাথে কাফনের কাপড় ও দুই শত টাকাও পাওয়া যায়। পরে এলাকাবাসী চকরিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় কবরস্থানে এই নবজাতকের লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৯ ঘন্টা ১ মিনিট আগে
৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ ঘন্টা ২১ মিনিট আগে
৯ ঘন্টা ২৩ মিনিট আগে