শুক্রবার বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া ‘এসবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারের ইনানী সৈকতে আরও দুইজনের মরদেহ ভেসে এসেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ইনানী মোহাম্মদ শফির বিল সৈকতে মরদেহ দুটি ভেসে আসে।
তাদের মধ্যে মোহাম্মদ আব্দুল করিম (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। তিনি চট্টগ্রামের বাঁশখালী রায়পুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
ইনানী পুলিশ ফাঁড়ির আইসি রেজাউল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, সৈকতে দুটি মরদেহ ভেসে এসেছে এমন সংবাদে ঘটনাস্থলে আসি। মরদেহ দুটি উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম বলেন, দুপুর একটার দিকে ভেসে আসা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়। আমরা জানতে পারি নিহতরা শুক্রবার সাগরে ডুবে যাওয়া ট্রলারের জেলে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক আবুল বশর বলেন, আমার মালিকানাধীন এসবি আব্দুল ছামাদ সাহা মাছ ধরার ট্রলারটি শুক্রবার ১১ জন মাঝি-মাল্লা নিয়ে ইনানী পয়েন্টে ডুবে যায়। ৯ জন জেলে উদ্ধার হলেও ২ জন নিখোঁজ ছিল। আজ দুপুর দুইটার দিকে রেজাউলসহ দুজনের মরদেহ ভেসে আসে।
৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে