সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজারে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং দোকানের অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় মেসার্স আরিশা ফার্মেসি প্রোপাইটর মোঃ শিমুল চৌধুরীকে চার হাজার টাকা এবং মুদি ব্যবসায়ী আশুতোষ সাধুকে ভেজাল পণ্য বিক্রয় ও দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় তাৎক্ষণিক এক হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট পরিচালক মোঃ নাজমুল হাসান।
ভালুকা চাঁদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনি সকল ব্যবসায়ীদের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে ও নায্য মূল্যে পণ্য বিক্রয়ের জন্য প্রতিটা দোকানে পণ্যের বিক্রয় মূল্য তালিকা হালনাগাদ করে ঝুলিয়ে রাখতে জোর তাগিদ দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ আবুল কাশেম। পুলিশ কনস্টেবল এমাম, জাহিদ হাসান এবং আমিনুল ইসলামসহ এলাকার শতাধিক উৎসুক জনতা।
৯ ঘন্টা ২২ মিনিট আগে
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ ঘন্টা ১ মিনিট আগে
১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৮ ঘন্টা ২১ মিনিট আগে
১৮ ঘন্টা ২২ মিনিট আগে