আজ বিশ্ব বাঁশ দিবস
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি।
আজ বুধবার(১৮ সেপ্টেম্বর) বিশ্ব বাঁশ দিবস।প্রতি বছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ সংস্থার আয়োজনে এ দিবসটি পালন করা হয়। বিশ্ব ব্যাপী বাঁশের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং দৈনন্দিন বাঁশের তৈরী পন্যের ব্যবহারকে উদ্বুদ্ধ করার জন্য বিশ্ব বাঁশ দিবস পালন করা হয়।আজকের এ দিবস পালনের উদ্দেশ্য হলো বাঁশ শিল্পকে আরও সম্ভাবনাময় জায়গায় নিয়ে যাওয়া।
বৈশ্বিকভাবে বাঁশ শিল্পকে উন্নত করার লক্ষ্যে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাঁশ সংস্থা।২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ব্যাংককে অষ্ঠম বিশ্ব বাঁশ সংগ্রেস চলাকালিন আনুষ্ঠিকভাবে স্বীকৃতি পায় বিশ্ব বাঁশ দিবস। দিবসটি পালনের প্রস্তাব রেখেছিলেন সংস্থার তৎকালিন সভাপতি কাশেম সালাম। অনুষ্ঠানে প্রায় ১০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং দিবসটিকে বিশ্ব বাঁশ দিবস হিসাবে মনোনিত করার প্রস্তাবে সম্মত হন।
বাঁশ একটি উপকারী উদ্ভিদ। গ্রামে বাঁশ অনেক কাজে ব্যবহৃত হয়। ঘরের খুঁটি,বেড়া, যে কোন অনুষ্ঠানে স্ট্যাজ তৈরী করা, বিবাহ বা অন্য যে কোন অনুষ্ঠানে গেট তৈরীতে ব্যবহৃত হয়ে থাকে। বাঁশের দিয়ে পন্য সমাগ্রী তৈরা ছাড়া তরকারী হিসাবেও বাঁশের বেশ কদর রয়েছে। চারা বাঁশ তরকারী হিসাবে ব্যবহার করা হয়।
বাঁশ নামটি বাংলাদেশে ব্যঙ্গাতক হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। হঠাৎ কোন সমস্যায় পড়লে বা ঠকে গেলে বাঁশ শব্দটি ভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে।
আজকের এ দিবসটি পালনের উদ্দেশ্য হলো বাঁশ শিল্পকে আরো সম্ভাবনাময় জায়গাশ নিয়ে যাওয়া। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বা্ঁশ চাষের মাধ্যমে এর ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ও সংস্থাটির আরো একটি লক্ষ্য।
১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে