পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৩০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার নিজ বাড়িতে (রাঢ়ীবাড়ি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ওই বাড়ির হারুন রাঢ়ীর ছেলে এবং মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
অভিযানে নেতৃত্বদানকারী মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। ঘটনার সময় গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, তার বাড়িতে বেশ কিছু ইয়াবা ট্যাবলেটের চালান এসেছে। এই খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালাই আমরা। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা পায়নি। এরপর তার ঘরে তল্লাশি চালিয়ে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মির্জাগঞ্জ থানার ওসি শামীম আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ ঘন্টা ৩২ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে