পটুয়াখালীর মির্জাগঞ্জে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতিকে জড়িয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের স্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু মুন্সি এ সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি লিখিত বক্তব্যে জানান, গত ৭ নভেম্বর যৌথবাহিনীর অভিযানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজী একটি অবৈধ পিস্তলসহ আটক হয়। এ ব্যাপারে আমিসহ উপজেলা বিএনপি'র সমস্ত নেতাকর্মী মর্মাহত ও ব্যথিত। কিন্তু দুঃখের বিষয় এই ঘটনায় আমিসহ অন্যান্য নেতৃবৃন্দকে দোষারোপ করে গত ১০ নভেম্বর জাহাঙ্গীরের স্ত্রী সুরাইয়া আক্তার অনু একটি সংবাদ সম্মেলনে করেন। সেখানে আটকের ব্যাপারে আমাকে দোষারোপ করে জঘন্য ও মিথ্যা অপবাদ দেওয়া হয়। যাতে আমি-সহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপি বিস্মিত ও ব্যথিত হই।
তিনি বলেন, ‘আমাদেরকে দোষী সাবস্ত্য করে জাহাঙ্গীর হোসাইন ফরাজীর স্ত্রী'র ওই সংবাদ সম্মেলনে আমি ও আমার পরিবারের সম্মানহানি ঘটানো হয়েছে। শুধু তাই নয় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘদিনের পরিচ্ছন্নতা ও সুনামের উপর আঘাত হানার অপচেষ্টা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
সাহাবুদ্দিন নান্নু আরো বলেন, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। আমরা চাই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণ করে মুক্তি পাক। আমরা মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এখনও তার পরিবারের প্রতি সহানুভূতিশীল আছি এবং থাকব। মির্জাগঞ্জ বিএনপি সুনামের সহিত চলছে এবং চলবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি প্রমুখ।
প্রসঙ্গত, গত ৭ই নভেম্বর ভোরে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরাজীর নিজ বাসভবনে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে এবং জাহাঙ্গীর ফরাজিকে আটক করে যৌথ বাহিনী। এরপর গত ১০ নভেম্বর জাহাঙ্গীরের স্ত্রী সুরাইয়া আক্তার অনু একটি সংবাদ সম্মেলনে করে উক্ত ঘটনার জন্য উপজেলা বিএনপির সভাপতিকে দায়ী করেন। সেখানে কুট কৌশলের মাধ্যমে জাহাঙ্গীরকে সভাপতি আটক করিয়েছেন বলে দাবি করেন তিনি।
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ ঘন্টা ৩২ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে