আমরা অনেক সময় দেখেছি শিল্পী তার নিজের মাধুরী মিশিয়ে রং ও তুলির মাধ্যমে বিভিন্ন ছবি ও চিত্র আঁকে। আরিফের এই ব্যাতিক্রম শিল্পকর্ম গাছের পাতা দিয়ে কৌশল ইচ্ছা চেষ্টায় যে মুহুর্ত বা ব্যাক্তি নিয়ে ছবি আকেঁ,ছবির মাধ্যমে সে মুহুর্ত গুলি সুন্দর ভাবে তুলে আনতে পারেন।তিনি বাড়িতে বসেই ব্লেড দিয়ে গাছের পাতা কেটে তৈরি করছেন নানা শিল্পকর্ম। এরমধ্যে রয়েছে- ফুল, প্রাকৃতিক দৃশ্য সহ নানা বিখ্যাত মানুষের ছবি।
এই চিত্র শিল্পী মোহাম্মদ আরিফ,কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলা সদর বড়ঘোপ ইউনিয়নের রোমাই পাড়ার গ্রামের। তিনি ২০২১ সালে আন্তর্জাতিক আর্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করে সেরা চিত্রশিল্পীর পুরষ্কার প্রাপ্ত হন।
চিত্র প্রদর্শন হয় এটিএন বাংলা টিভি ও বিজয় টিভিতে। তার সবচেয়ে জনপ্রিয় শিল্পকর্ম হলো গাছের পাতা দিয়ে ছবি আঁকা। কাঁচা পাতা, ঝড়া পাতা দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করে প্রতি নিয়ত চমক দিয়ে যাচ্ছেন যা প্রসংশার দাবিদার বটে।বর্তমানে তিনি শিশুদের মেধা বিকাশের জন্য কুতুবদিয়া চারুকলা একাডেমি নামে একটি আর্ট স্কুল করেছেন ।উক্ত প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি চিত্র ছবি আঁকাআঁকির পাশাপাশি কবিতা, ছোট গল্প লেখালিখি ও করেন, তার বেশ কয়েকটি কবিতা দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয় এবং ঢাকা নব সাহিত্য প্রকাশ কতৃক আয়োজিত উদীয়মান কবি ‘লেখা আহ্বান’ প্রতিযোগিতায় ২৪০ জনের লেখকের লিখা নিবার্চিত করেন কতৃপক্ষ এতে তার কবিতা স্থান পাই।
১৩৬ নাম্বার কবিতার নাম (বিজয়ী) ২০২৩ অমর একুশে বইমেলা উদীয়মান কবি বইটি প্রকাশিক হয়। চিত্র শিল্পী আরিফের হাতে গাছের পাতায় আকাঁ এই অভিনব শিল্পকর্ম যিনি দেখছেন তিনিই বাহবা দিচ্ছেন তাকে। পাতা কেটে আকাঁ ছবিটি মনে হবে এ যেন এক জীবন্ত মানুষ, পাতাতে উঁকি দিচ্ছেন। অভিনব এই শিল্পকর্মের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
২ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
১৭ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৮ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৪ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে