গাছ মানুষের পরম উপকারী ও বন্ধু।তারপর ও কিছু কিছু লোভী মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে নির্বিচারে অবাধে গাছ কেটে নিধন করে পরিবেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। যা আমাদে পরিবেশকে চরমভাবে ক্ষতি মুখুমুখির দাঁড় করিয়েছ। এঅবস্থা থেকে বা্ঁচার জন্য বাড়ির আশপাশে ফাঁকা জায়গায় গাছ রোপন করা জরুরী।তা না হলে আমার পরবর্তী বংশধররা পৃথিবীতে ঠিকে থাকা কস্ট সাধ্য হয়ে পরবে।
একটি গবেষনায় দেখা গেছে, ৫০ বছর বেঁচে থাকা একটি
গাছ,বায়ুদূষন থেকে পরিবেশ রক্ষায় ১০লাখ টাকার জীবন রক্ষাকারী অক্সিজেন দেয়,৫ লাখ টাকার বৃষ্টির অনুকুল পরিবেশ সৃষ্টি করে,৫ লাখ টাকার মাঠির ক্ষয় রোধ করে, ৫ লাখ টাকার মাঠির উর্বতা শক্তি বৃদ্ধি করে, বৃক্ষ পৃথবীতে বসবাস কারী প্রাণিদের খাদ্য ও আশ্রয় দিয়ে বাঁচায় ৫ লক্ষ টাকা,বিভিন্ন জীবজন্তুর খাদ্য যোগান দিয়ে বা্ঁচায় আরো ৪০ লক্ষ টাকা।একটি বৃক্ষের আর্থিক সুবিধা মূল্য দাঁড়ায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা।
দেশের যেসব এলাকায় গাছের পরিমান বেশী সেখানে বন্যা ও ঝড়ের পরিমান অনেক কম। যে হারে নির্বিচারে বৃক্ষ নিধন হচ্ছে এভাবে চলতে থাকলে দেশের কিছু অংশ মরুভূমিতে পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে দেশের পতিত খাস জমিতে বিপুল পরিমানে বৃক্ষ রোপন করা খুবই জরুরী।
নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলা বিরিশিড়ি পিসি নল উচ্চ বিদ্যালয়ের মাঠ ঘেঁসে রাস্তর পুর্বপাশ দিয়ে সারিসারা বড় বড় রেন্টি গাছ। সম্ভবত শতাধিক বছরের পুরাতন গাছ গুলো যেন কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়েয় আছে।
বর্তমান বাজার দর অনুয়াী প্রতিটি গাছের মূল্য প্রায় লক্ষাধিক টাকা।এ গাছ গুলি একাধারে মাঠির অক্ষয় রোধ করেছে,পরিবেশের ভারসাম্য রক্ষা করেছে তেমনি আর্থিক ভাবেও লাভবান করবে।আসুন বৃক্ষ রোপন করি পরিবেশের ভারসাম্য রক্ষা করি।
৭ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
২৩ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
২৩ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে