সিরাজগঞ্জ সদর উপজেলা ৭ নং মেছড়া ইউনিয়ন পরিষদে ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ইউনিয়নের সকল সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্যাদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মো. আলমগীর হোসেন আলম। এসময় তাকে মেছড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলদিয়ে বরণ করে নেন ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জনসাধারণ।
রোববার (১২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা ৭ নং মেছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে এ উপলেক্ষ এক মতবিনিময় সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা সভাপতিত্ব করেন মেছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেছড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্রেক অফিসার মো. ইমরান হোসেন।
এসময়ে উপস্থিত থেকে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নবাগত ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন আলম। তিনি বলেন, যমুনা নদীর কোল ঘেসে অবস্থিত এ মেছড়া ইউনিয়ন পরিষদ। এ অঞ্চলের মানুষ খুবই কষ্টে করে শহরের দিকে চলাচল করে এ চলাচলের একমাত্র বাহন হচ্ছে নৌকা। তবুও তারা জীবন যুদ্ধে করে চলেছে প্রতিনিয়ত এ পারের নিরহ মানুষজন। আজকে আমাকে যে এত বড় একটি দায়িত্ব দিলেন আমি তা অক্ষরে অক্ষরে সেই দায়িত্ব পালন করবো।
যেহেতু স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ, সে ক্ষেত্রে আমি যথাযথ ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবো এজন্য আপনাদের সকলের কাছে ও জনসাধারণের কাছে সহযোগিতা চাই। আপনারা আমাকে সব সময় সকলক্ষেত্রে সহযোগিতা করবেন। পরিষদের সেবাদানে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। জন্মনিবন্ধনে আমি আপনাদেরকে বলতে চাই এক্ষেত্রে যে শিশুটি পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন সেই দিনেই তার জন্ম সনদ গ্রহণ করবেন পরিষদ থেকে। জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মসনদ গ্রহণ করলে পুরষ্কারের ব্যবস্থাও রয়েছে।
তিনি আরো বলেন, আমার এ পরিষদে ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া যায় এমন কিছু সেবা হলো, ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদপত্র, ভূমিহীন সনদপত্র, ওয়ারিশান সনদপত্র, অবিবাহিত সনদপত্র, প্রত্যয়নপত্র, অস্বচ্ছল প্রত্যয়নপত্র, নাগরিক সনদপত্র, উত্তরাধিকার সনদপত্র, জন্মনিবন্ধন। এছাড়াও ইউনিয়ন পরিষদ থেকে আরও কিছু সেবা পাওয়া যায়, যেমন: শিক্ষা ও গণশিক্ষা স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচী বাস্তবায়ন মেলা ও প্রদর্শনী আয়োজন খেলাধুলা ও ক্রীড়া আয়োজন সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ হোল্ডিং প্লেট স্থাপন বাল্যবিবাহ নিরোধ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেছড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন ১ -২-৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মমতা, ৪-৫-৬ ওয়ার্ডের রিনা মালা, ৭-৮-৯ নুর মহেলা খাতুন, ০১ নং ওয়ার্ডের মেম্বার মো. আব্দুল ওহাব, ০২ নং ওয়ার্ডের মেম্বার মো. সেলিম রেজা, ০৩ নং ওয়ার্ডের মেম্বার মো. আনিছুর রহমান, ০৪ নং ওয়ার্ডের মেম্বার মো. গিয়াস উদ্দিন, ০৫ নং ওয়ার্ডের মেম্বার মো. আয়নাল হক, ০৬ নং ওয়ার্ডের মেম্বার মো. আমজাদ হোসেন, ০৮ নং ওয়ার্ডের মেম্বার মো. শহিদুল ইসলাম, ০৯ নং ওয়ার্ডের মেম্বার মো. আব্দুল লতিফ, হিসাব রক্ষক মো. শফিকুল ইসলাম।
উল্লেখ্য, সিরাজগঞ্জ সদর উপজেলা ৭ নং মেছড়া ইউনিয়ন পরিষদের আকনাদিঘী ৭নং ওয়ার্ডের চলতি মেম্বার হিসেবে দায়িত্ব পালন এবং সিরাজগঞ্জ সদর উপজেলাধীন ৭ নং মেছড়া ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন আলমকে স্থানীয় সরকার বিভাগ ইউপি -১ শাখা ঢাকা এর গত ১৯/০৮/২৪ খ্রি. তারিখে ৪৬. ০০.০০০০. ০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নং নম্বর পরিপত্র এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৩.১০১ এবং ১০২ ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ কর্তৃক তার অধীক্ষেত্রের ৭ নং মেছড়া ইউনিয়ন পরিষদের অনুকুলে মনোনয়নকৃত প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয় জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর এক সাক্ষরিত অফিস আদেশে।
৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৯ ঘন্টা ১৬ মিনিট আগে