বইটি কেন তাকে তোলা?
নামিয়ে তুমি খুলে দেখো
একটি বইয়ের মধ্যে আছে শত বইয়ের মেলা
বইটি কেন তাকে তোলা?
বইটির পাতায়,পাতায় ছড়ানো বকুল গন্ধে তুমি হবে ব্যাকুল
তুলতে পারবে সে ফুল তুমি লাগবে না কোন কাঁটা-ফোঁড়া ।
বইটি কেন তাকে তোলা?
বইটি তোমায় আলো দেবে অন্ধকারে জ্বেলে
সরল পথ পাবে তুমি বইটি পড়লে।
বইটি তোমায় দেবে জ্ঞান
কোন বই নেই এই বইয়ের সমান।
বইটিতে নভোযান উড়ে কত ধুমকেতু ছুটে চলে
ঝর্ণা ঝরে পাহাড় থেকে ওরে আমার মনভোলা
বইটি কেন তাকে তোলা?
বইটি লুকিয়ে আছে কত মহামানবের কথা
গ্রহ-নক্ষত্র তারকারাজি সূর্যের আলোকছটা।
বইটি থেকে মুক্তা মেলে ;
হীরা-স্বর্ণের ভান্ডার দিয়ে ভরা আছে বইয়ের পাতা ।
বইটি কেন তাকে তোলা?
বইটি তে পাবে তুমি ঋতু পরিবর্তনের কথা
হরেক রকমের পাখি আছে পাতায়,পাতায় গাঁথা।
বিস্ময়কর সব তথ্য পাবে যা কোন দিন শোননি আগে!
আরো পাবে সৃষ্টিতত্ব বিশ্ব মোদের কতমস্ত।
দেহতত্ত্ব পাবে তুমি কিভাবে আসলে ধরাতলে।
রসায়নবিদ্যা,পদার্থবিদ্যা,জীববিদ্যা,রাষ্ট্রবিদ্যা, ইতিহাস ভূগোল উদ্ভিদবিদ্যা পাবে সবকিছুর বর্ণনা
সাবলীলভাবে লেখা আছে পড়তে নেই কোন ঝামেলা ।
বইটি কেন তাকে তোলা?
৩ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে