শ্যামনগর পরিবার পরিকল্পনা কার্যালয়ে মূল্যায়ন বিষয়ক কর্মশালা
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা )প্রতিনিধি || পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন সাতীরা জেলার শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে শনিবার দিন ব্যাপী আউটকাম ইভালুয়েশন ওয়ার্কশপ অফ রিপোর্টিং পারসোনাল শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমআইএস) মোঃ শাহাদৎ হোসেন ও শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতার হোসেন।
সাতীরা জেলার পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতীরা জেলার পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারী পরিচালক গাজী রশির আহমেদ।
এমআইএস ইউনিটের উদ্যোগে কর্মশালায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ,অফিস স্টাফবৃন্দ অংশ গ্রহণ করেন।
কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে অতিথিবৃন্দ বলেন মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য মূল্যায়ণ কোনো কাজের উন্নয়নে সহায়তা করা ও যে কাজটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তা নির্ধারণ করা। এবং মূল্যায়নের ধাপ সমূহের বিষয়ে বলেন জ্ঞানমূলক, দতা মূলক, মনোভাবমূলক ও চর্চা বা প্র্যাকটিস। কর্মশালায় আধুনিক বিভিন্ন ফরমেট ব্যবহার করা হয়।
ছবি- শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে মূল্যায়ন ও রিপোর্টিং বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমআইএস) মোঃ শাহাদৎ হোসেন।
২ ঘন্টা ৮ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬ ঘন্টা ৩ মিনিট আগে
১৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৬ ঘন্টা ৭ মিনিট আগে
১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে