শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সির বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে সুরেশ্বর বাজার থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মেইন সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় পরিণত হয়।
প্রতিবাদ সভায় বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নান্নু মাঝি, দেলোয়ার হোসেন মাঝি ও দুলাল মৃধা এবং সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া হাওলাদার উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাড়ি, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, ঘড়িষার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইমরান চৌকিদার, ইউনিয়ন যুবদল নেতা পলাশ রাড়ি, সারফিন খান, যুবদলের সাবেক প্রচার সম্পাদক আকরাম বেপারী, সাবেক ইউনিয়ন সেক্রেটারি জসিম ঢালী, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোল্লা এবং ইউনিয়ন যুবদল নেতা মুন্সী দিদার ও সুমন লস্কর বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ নেন।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম পাভেল, বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক বাহান উদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপিকে দমন করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। জনগণের পক্ষে যারা কাজ করছে, তাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে এর জবাব দেবে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
২৩ মিনিট আগে
৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ ঘন্টা ২ মিনিট আগে
৪ ঘন্টা ১০ মিনিট আগে
৫ ঘন্টা ৫ মিনিট আগে
৫ ঘন্টা ১১ মিনিট আগে
৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪ ঘন্টা ০ মিনিট আগে