লালপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
লালপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৯ মার্চ) লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয় মাঠে গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডভোকেট ফারজানা শারমিন পুতুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু,
লালপুর উপজেলার বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক হামিদুর রহমান বাবু , উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু রায়হান প্রমুখ।