শাজাহানপুরে মা'দ'কে'র অন্ধকার জগত থেকে আলোর পথে আসার জন্য শপথ মাদক সেবনকারীদের রাত ১২ টার পর থেকেই কুবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরসিআরইউ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া কৃষিবিদদের চাকরিক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে বাকৃবিতে শিক্ষকদের কমিটি গঠন পরিক্ষার্থী ও অভিবাবকদের পাশে ছাত্রদল আশাশুনিতে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে গ্রামীণ রেস্তোরা ও ঈশিতা সুইটসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের শিশু পরিষদ নির্বাচন অনুষ্ঠিত কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগরের মানববন্ধন লালপুরে জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু সদর উপজেলার বসত ঘরে দুইশত বাচ্চাসহ বিষধর সাপের ডিম বাংলাদেশে প্রথম পরিবেশ ও প্রকৃতির পাঠশালা গড়ে তুলেছেন বৃক্ষ প্রেমী মাহবুব পলাশ ভোলায় এনসিটিএফ এর নির্বাচন অনুষ্ঠিত ডোমারে সাবেক ভাইস-চেয়ারম্যান সহ গ্রেপ্তার-৪ লোহাগড়ায় বিএনপি নেতার ডান হাতের কব্জি কেটে নিলো দুর্বৃত্তরা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন, নেতা-কর্মীদের অভ্যর্থনা মৌলভীবাজারে বুরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু প্লাস্টিক পলিথিনের ব্যবহার পারিবারিক অবস্থান থেকে কমাতে হবে ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম করলো ইবি ছাত্রশিবির নির্মাণের দুই বছরেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে মাভাবিপ্রবির শেখ রাসেল হল

সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন, নেতা-কর্মীদের অভ্যর্থনা

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে প্রত্যাবর্তন করেছেন বিএনপির নির্বাহী সদস্য, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। মঙ্গলবার (২২শে এপ্রিল) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর বেলা ১২টায় রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে তাকে অভ্যর্থনা জানাতে সমবেত হওয়া নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বক্তব্য রাখেন সাবেক এই সংসদ সদস্য। এসময় নীলফামারী জেলা, ডোমার ও ডিমলা উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং তার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তার জন্য অপেক্ষারত নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস ও উৎসব বিরাজ করছিল। ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু বলেন, 'দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতার শুভাগমনে সকল অপূর্ণতা ঘুচে গিয়েছে। তার আগমনে আমরা আবেগাপ্লুত। বিগত সরকারের আমলে তিনি বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। তার স্ত্রী মারা যাওয়ার পরও তাকে দেশে আসতে দেওয়া হয়নি। আমরা আমাদের নেতাকে কাছে পেয়ে অনেক আনন্দিত।' উল্লেখ্য, বিএনপি সরকারের পতনের পর এক-এগারোর সেনা সমর্থিত ফখরুদ্দিন-মঈন উদ্দিন সরকারের সময় একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্নভাবে হয়রানির শিকার হন তিনি। জানা যায়, এপর্যন্ত তার বিরুদ্ধে দুইটি মামলায় সাজার দণ্ডাদেশ রয়েছে। তবে রায়কে প্রত্যাখ্যান করে 'রাজনৈতিক প্রতিহিংসা ও প্রহসনের রায়' আখ্যা দেয় বিএনপি। রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিয়ে তিনি দেশে ফিরেছেন বলে জানান একাধিক বিএনপি নেতা। ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই বিদেশে পাড়ি জমানো বিএনপি সহ অন্যান্য দলগুলোর নির্বাসিত অনেক নেতা দেশে ফিরতে শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম তুহিনও নিজ দেশের মাটিতে ফিরলেন।
Tag
আরও খবর