জয়পুরহাটে নাগরিক পার্টির মতবিনিময় সভা আশাশুনির 'বেউলা' গ্ৰামকে আদর্শ গ্ৰাম করার লক্ষ্যে মতবিনিময় সভা মোংলা বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নোটিশের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন লাখাইয়ে ব্যস্ত সময় পার করছে কর্মকাররা। অভয়নগরে দুর্বৃত্তদের হাতে নিহত কৃষক দল সভাপতির দাফন সম্পন্ন সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী হলেন বাগান বাজারের এডভোকেট ইউসুফ আলম মাসুদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন প্রেসকাউন্সিল চেয়ারম্যান গোদাগাড়ীর কৃতীসন্তান বিএমডিএ চেয়ারম্যান ড. আসাদুজ্জামান আর নেই শক্তি, সাহস, দৃঢ় মনোবলের কিংবদন্তি, কাজী নজরুল ইসলাম। শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মহিলা ধর্ষণের শিকার, আটক ২ ইবিতে ক্যারিয়ার ক্লাবের নতুন, পুরাতন ও কার্যনির্বাহী সদস্যদের নিয়ে চড়ুইভাতি রাজবাড়ী কোর্ট চত্বর থেকে চুরি, তিন চোর গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বাঁধন বিভাগীয় জোনের মিলনমেলা অনুষ্ঠিত ‎ শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি: রিজওয়ানা হাসান ড. ইউনূস পদত্যাগ করবেন না: তাইয়েব আহমেদ বানিয়াচংয়ে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন বাঘায় ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে রাবতার পাঠচক্র ‘চিন্তা যাত্রা’ সম্পন্ন: বই আর চিন্তার মিলনমেলা সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয়, ব্যাখ্যা দিলো আইএসপিআর মাভাবিপ্রবি হিসাববিজ্ঞান ক্লাবের আত্মপ্রকাশ

মাভাবিপ্রবিতে বাঁধন বিভাগীয় জোনের মিলনমেলা অনুষ্ঠিত ‎


‎“একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে সামনে রেখে বাঁধন বিভাগীয় জোন-১ এর সহযোগীতায় বাঁধন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ইউনিট আয়োজন করেছে “চড়ুইভাতি-২০২৫” নামক দিনব্যাপী উৎসব। 


আজ শুক্রবার (২৩ মে ২০২৫) মাভাবিপ্রবি ক্যাম্পাস্থ সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল প্রাঙ্গণে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “বাঁধন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। রক্তদান এমন একটি সাহায্য যার বিনিময়ে কোন প্রতিদান নেওয়া হয় না, রক্তদান চিনে না কোন সম্পর্ক, কোন আত্মীয়তার বন্ধন। লকডাউনের মত সময়েও আমি বাঁধনের মাধ্যমে সাহায্য পেয়েছিলাম। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন তাদেরকে স্বাগতম ও ধন্যবাদ জানাই।"


পাশাপাশি উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন, বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. আবু জুবাইর।

‎অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ সুজায়েত হোসেন বলেন, "চড়ুইভাতি-২০২৫ শুধু একটি আনন্দ আয়োজন নয়, এটি বাঁধনের সদস্যদের মধ্যে পারস্পারিক সম্পর্ক দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। আমরা বিশ্বাস করি, মানবসেবার এই যাত্রায় ভালোবাসা, সম্মান ও একতার বন্ধন আমাদের মূল শক্তি। আজকের এই মিলনমেলায় সকল ইউনিটের সদস্যরা যেভাবে অংশ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। বাঁধনের এই আয়োজন তরুণদের মাঝে দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবে। ভবিষ্যতেও বাঁধনের কার্যক্রম আরও বর্ণিল ও কার্যকর করতে আমরা একসঙ্গে কাজ করবো।"

‎বাঁধন বিভাগীয় জোন-১ এর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম জানান, “চড়ুইভাতি-২০২৫ আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও গভীর করেছে। বাঁধনের মূল চেতনা হলো মানবিকতা ও স্বেচ্ছাসেবা, আর এই আয়োজন সেই চেতনারই উদাহরণ। সকল সদস্যের আন্তরিকতা ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে। আমরা চাই এই ঐক্য ও বন্ধন আগামীতেও বজায় থাকুক এবং আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হোক।"


‎ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, সরকারি সা'দত কলেজ ,গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, সরকারি দেবেন্দ্র কলে, নেত্রকোনা সরকারি কলেজ, বদরে আলম কলেজ, সরকারি গুরুদয়াল কলেজসহ মোট ৯টি ইউনিট এবং টঙ্গী সরকারি কলেজ, শেরপুর সরকারি কলেজ, আশেক মাহমুদ কলেজ জামালপুরসহ মোট ৩টি পরিবারের অংশগ্রহণে আজকের মিলনমেলা অনুষ্ঠিত। এতে চাচা আপন প্রাণ বাঁচা, পিলো পাসিং ও বল নিক্ষেপ খেলার আয়োজন করা হয়।

আরও খবর