জয়পুরহাটে নাগরিক পার্টির মতবিনিময় সভা আশাশুনির 'বেউলা' গ্ৰামকে আদর্শ গ্ৰাম করার লক্ষ্যে মতবিনিময় সভা মোংলা বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নোটিশের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন লাখাইয়ে ব্যস্ত সময় পার করছে কর্মকাররা। অভয়নগরে দুর্বৃত্তদের হাতে নিহত কৃষক দল সভাপতির দাফন সম্পন্ন সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী হলেন বাগান বাজারের এডভোকেট ইউসুফ আলম মাসুদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন প্রেসকাউন্সিল চেয়ারম্যান গোদাগাড়ীর কৃতীসন্তান বিএমডিএ চেয়ারম্যান ড. আসাদুজ্জামান আর নেই শক্তি, সাহস, দৃঢ় মনোবলের কিংবদন্তি, কাজী নজরুল ইসলাম। শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মহিলা ধর্ষণের শিকার, আটক ২ ইবিতে ক্যারিয়ার ক্লাবের নতুন, পুরাতন ও কার্যনির্বাহী সদস্যদের নিয়ে চড়ুইভাতি রাজবাড়ী কোর্ট চত্বর থেকে চুরি, তিন চোর গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বাঁধন বিভাগীয় জোনের মিলনমেলা অনুষ্ঠিত ‎ শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি: রিজওয়ানা হাসান ড. ইউনূস পদত্যাগ করবেন না: তাইয়েব আহমেদ বানিয়াচংয়ে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন বাঘায় ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে রাবতার পাঠচক্র ‘চিন্তা যাত্রা’ সম্পন্ন: বই আর চিন্তার মিলনমেলা সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয়, ব্যাখ্যা দিলো আইএসপিআর মাভাবিপ্রবি হিসাববিজ্ঞান ক্লাবের আত্মপ্রকাশ

ইবিতে ক্যারিয়ার ক্লাবের নতুন, পুরাতন ও কার্যনির্বাহী সদস্যদের নিয়ে চড়ুইভাতি


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে নবীন ও সাধারণ সদস্যদের নিয়ে কার্যনির্বাহী পরিষদের চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এই সময় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়।


চড়ুইভাতিতে সংগঠনের সাধারণ সম্পাদক অনিক কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিয়াজুল হাসান রবিন,ত্বকি ওয়াসিফ , ইমরান হাসিব,রাজিয়া সুলতানা হৃদি ও জুয়েল রানা। যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, এস এম সাজ্জাদ হোসাইন সৈকত ও আহমেদ মাসুম রেজা। সাংগঠনিক সম্পাদক তুষার মালাকার , সহকারী সাংগঠনিক সম্পাদক আলপনা আহমেদ,দপ্তর সম্পাদক মেজবাউল হক রাব্বি , সহকারী দপ্তর সম্পাদক খাইরুন নাহার বুশরা , কোষাধ্যক্ষ তুহিন হোসাইন , সহকারী কোষাধ্যক্ষ আলী আজম আবরারসহ অর্ধশতাধিক নবীন শিক্ষার্থীরা।


সংগঠনটির সাধারণ সম্পাদক অনিক কুমার বলেন,'ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এক ভিন্নধর্মী আয়োজন, "চড়ুইভাতি" । আমরা নিয়মিতভাবে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ এবং ক্যারিয়ার গাইডেন্স সেশন আয়োজন করি যাতে শিক্ষার্থীরা তাদের পছন্দের ক্যারিয়ার সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পেতে পারে। আজকের এই চড়ুইভাতি  আমাদের নিয়মিত কার্যক্রমের বাইরে এক বিশেষ আয়োজন ছিল।  "চড়ুইভাতি" পিকনিকের মাধ্যমে, আমরা আমাদের সদস্যদেরকে আরও একত্রিত করার সুযোগ তৈরি করেছি এবং এটি শুধুমাত্র আনন্দের একটি মাধ্যম ছিল না, বরং একটি মানসিক স্বস্তি, দলগত সহযোগিতা এবং সম্পর্কের আরও গভীরতা সৃষ্টি করারও একটি সুযোগ ছিল। প্রকৃতির মাঝে একসঙ্গে সময় কাটানোর ফলে সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব আরও শক্তিশালী হয়েছে।'


তিনি আরো বলেন,'অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনার আয়োজন করি, যা আমাদের সদস্যদের মধ্যে একে অপরের সাথে কাজ করার মনোভাব তৈরি করেছে। আমাদের ক্লাবের লক্ষ্য একটাই: শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার খুঁজে পেতে সহায়তা করা এবং তাদের পেশাগত জীবনের প্রথম পদক্ষেপগুলোকে সহজ করে তোলা। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগগুলো শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে কার্যকরী ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে এমন আরও সফল কার্যক্রম আয়োজনের মাধ্যমে আমরা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো।


উল্লেখ্য, ইবি ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার গাইডেন্সে সহায়ক ভূমিকা পালন করে থাকে। 

আরও খবর