চা শ্রমিকদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করছি : শ্রম সংস্কার কমিশনের কমিশন প্রধান নাগেশ্বরীতে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি বারিক, সাধারণ সম্পাদক বিজয় কালিগঞ্জে অপদ্রব্য পুশকৃত চিংড়ি ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা কিশোরগঞ্জে ভূমি সেবায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত পটুয়াখালীর গলাচিপায় ভূমি মেলা উদ্বোধন স্বৈরাচার সকল ছিদ্র বন্ধ করলেও পতনের ছিদ্র বন্ধ করতে পারে না- ডা. শফিকুর রহমান মোংলা বন্দরে শুনানীসহ আইন অনুসারে উচ্ছেদ ও পুনর্বাসন হবে কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম আমাদেরকে চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে : তারেক রহমান জয়পুরহাটে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, আহত-৪ শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শ্যামনগর ভূমি মেলা শুরু থাকছে নানান সেবা টাঙ্গাইলের মধুপুরে শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে : রিজওয়ানা হাসান সন্ত্রসী হামলায় নিহত যুবদল নেতা তনু ফকির এর কবর জিয়ারত করলেন বিএনপি নেতৃবৃন্দ। নোয়াখালীতে রাফির হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শেরপুরে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৮২ দফা দাবি নবনিযুক্ত উপাচার্যের কাছে চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনাল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে অবস্থান ধমর্ঘট শ্রীপুরে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজ ২৫মে আইলার ১৬ বছর সে দিনের সেই ভয়াল স্মৃতির কথা আজও ভুলতে পারেনি উপকূলীয় অঞ্চলের মানুষেরা

সাতক্ষীরায় আইলার ক্ষত ১৬ বছরেও ক্ষত এখনও বয়ে বেড়াতে হয়।

সুন্দরবন উপকূলীয় জেলা  জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট 'আইলা' আঘাতে মুহূর্তের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি উপজেলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড করে দেয়।


ঘরবাড়ি ধসে গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার পরিবার। চিংড়ি ঘের আর ফসলের ক্ষতি ছিল অবর্ণনীয়। ধ্বংস হয়ে যায় কয়েক 'শ কিলোমিটার উপকূল রক্ষা বেড়িবাঁধ। সে দিনের সেই ভয়াল স্মৃতির কথা আজও ভুলতে পারেনি উপকূলীয় অঞ্চলের মানুষেরা।

অনুসন্ধানে জানা যায়, ২০০৯ সালের ২৫ মে এই দিনে ভয়ংকর জলোচ্ছ্বাস আইলার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। ১৪-১৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস আঘাত হানে সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলায়। ভেসে যায় হাজার হাজার বিঘা চিংড়ি ঘের,ফসলি জমি, গবাদি পশু।


আইলা বিধ্বস্ত এলাকায় আজও সুপেয় পানিসংকট রয়ে গেছে। খাবার পানির জন্য এক রকম যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে এ অঞ্চলে কয়েক লাখ মানুষের।

কোনোভাবে মেরামত করা বেড়িবাঁধগুলো পুনরায় ভেঙেছে। হুমকির মুখে বাঁধগুলো মেরামতের তাগিদ দেয়া হলেও তা ঠিক করা হচ্ছে না। কর্মসংস্থানের অভাবে অর্থকষ্টে এখনও বাড়ি ছাড়তে হচ্ছে অনেককে।


শ্যামনগরের গাবুরার বাসিন্দা রহিম মাস্টার বলেন, উপকূলীয় এলাকার মানুষ এখন আর ত্রাণ চান না। তারা এখন টেকসই বেড়িবাঁধ চান।


এদিকে আইলার ১৬ বছরেও উপকূলীয় এলাকার মানুষের বাঁধ ভাঙার কষ্ট আজও রয়ে গেছে। তাদের দাবি, টেকসই বেড়িবাঁধ।


ভৌগলিক অবস্থানের কারণে প্রতি বছর সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।


জেলা প্রশাসক জানান, সরকার ঘূর্ণিঝড় আইলা থেকে শিক্ষা নিয়ে টেকসই বেড়িবাঁধ ও নদী সংরক্ষণ কাজে বিশেষ গুরুত্ব দিয়েছে।

ইতিমধ্যে শ্যামনগরের গাবুরা ইউনিয়নে উপকূল রক্ষার জন্য মেঘা প্রকল্পের মাধ্যমে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করা হচ্ছে।

ষাটের দশকে নির্মিত জরাজীর্ণ বেড়িবাঁধ নীচু হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত : ঘূর্ণিঝড় আইলায় সাতক্ষীরায় ৭৩ জন নারী, পুরুষ ও শিশু নিহত হয়।


Tag
আরও খবর