কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র গ্রাফিতিভিত্তিক সংগঠন 'বৃত্ত কুবি'র দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদ হুসাইন সানি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত একই বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম মিয়া।
২৬ মে (সোমবার) বৃত্ত কুবির ফেসবুক পেজে বৃত্ত কুবি'র এই কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক সায়মা কাদের, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান অনিক, অর্থ সম্পাদক জামান বাবু, দপ্তর সম্পাদক ফয়সাল জাফর, প্রচার সম্পাদক ফাদিহা মোশারত আদ্রিতা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তাসমিয়া মাহমুদ, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সজীব আহসান এবং প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আবু বকর ছিদ্দিক।
সাধারণ সম্পাদক নাঈম মিয়া বলেন, আমাদের কে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। যাতে করে সংগঠন অনেক দূর এগিয়ে যায়।
সভাপতি তাওহীদ হুসাইন সানি বলেন, 'বৃত্ত কুবি'-র দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের, তবে এর সঙ্গে গভীর দায়বদ্ধতাও জড়িত। আমি বিশ্বাস করি, শিল্প ও সংস্কৃতি একটি জীবনদর্শন— এই দর্শনকে ধারণ করে আমরা চাই বৃত্ত কুবিকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নিতে, যেখানে নবীন-প্রবীণ সকলের সৃজনশীল অংশগ্রহণে গড়ে উঠবে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ।
প্রসঙ্গত, উক্ত কমিটি আগমী এক বছর দায়িত্ব পালন করবে।