চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, সাংবাদিকরা দেশের সচেতন নাগরিক। সচেতন সাংবাদিকতা সমাজের পথপ্রদর্শক। সমাজের যেখানেই অন্যায়-অনাচার দেখা যায়, সেখানেই আপনাদের সরব উপস্থিতি লক্ষ্যনীয়। কারণ সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সকল ষড়যন্ত্র, অর্থশক্তি, পেশীশক্তিকে নস্যাৎ করা সম্ভব। তাই আপনাদের সবসময় সতর্কতার সহিত কাজ করতে হয়।
২৯ ডিসেম্বর ( বৃহস্পতিবার ) প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এর সঞ্চালনায় ও প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্যে
রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর ( চৌধুরী ফরিদ )।
সভাপতি বক্তব্যে আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রতিষ্ঠান। এই ক্লাবে মাননীয় প্রধানমন্ত্রী এসেই জাতির পিতার ম্যুরাল উদ্বোধন করেছেন। গত ২ মেয়াদে আমার সভাপতি থাকাকালীন সময়ে ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তা যেভাবে সহযোগিতা করেছেন, সেজন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু ও মহসিন চৌধুরী প্রমুখ।
২ ঘন্টা ১৬ মিনিট আগে
২ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ১৮ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে