◾ স্পোর্টস ডেস্ক
ইফতিখার-সাকিবরা জয়ের পথটা আগেই পরিস্কার করে রাখেন। পরে করিম-খালেদরা বল হাতে বাকি কাজ সারেন। আর তাতে খুলনা টাইগার্সকে সহজে হারিয়ে প্লে অফের পথে আরো একধাপ এগিয়ে গেল বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৩তম ম্যাচে আজ খুলনাকে ৩৭ রানের ব্যবধানে হারিয়েছে সাকিবের দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বরিশাল।
জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতেই থামে খুলনার ইনিংস। শেষ চার নিশ্চিত হয়ে যাওয়া সাকিবের দলের সামনে এই ম্যাচ ছিল সেরা দুইয়ে নিজেদের জায়গা ধরে রাখার লড়াই।
অন্যদিকে বরিশালের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। তামিম ইকবাল, ইয়াসির রাব্বি, শেই হোপদের সামনে বরিশালের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্পই ছিল না। হারলেই প্রথম দল হিসেবে বাদ পড়তে হবে, এমনটা জেনেই মাঠে নেমেছিল খুলনার ক্রিকেটাররা।
জানলেও অবশ্য নিজেদের দুর্ভাগ্য বদলাতে পারেনি তামিম ইকবাল-ইয়াসির রাব্বিরা। বরং বাঁচা-মরার লড়াইয়ে হেরে প্রথম দল হিসেবে বিপিএল থেকে ছিটকে গিয়েছে খুলনা। ১০ ম্যাচ শেষে দলটি সংগ্রহ করতে পেরেছে মোটে ৪ পয়েন্ট। বাকি দুই ম্যাচ জিতলেও আর ওঠার সম্ভাবনা নেই খুলনার।
১১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৮ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে
৩১ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে