বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৩ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সােহরাব হােসেন ছান্নু'র ব্যক্তিগত পক্ষ থেকে এসব ঈদ উপহার দেওয়া হয়।
উপজেলা ব্যাপী বিতরণের অংশ হিসেবে শুক্রবার (৭ এপ্রিল) সকালে মাদলা মালিপাড়া ও বিকালে আশেকপুর রাণীরহাট মাঠে উপস্থিত থেকে তিনি এসব ঈদ উপহার বিতরণ করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে মাঝিড়া ইউনিয়নে ঈদ উপহার বিতরণের কার্যক্রমের উদ্বােধন করা হয়।পরবর্তীতে উপজেলার চােপিনগর, খােট্টাপাড়া ও আমরুল ইউনিয়নে ঈদ উপহার সামগ্রি বিতরণ করে।
উপজেলা চেয়ারম্যান প্রভাষক সােহরাব হােসেন ছান্নু বলেন, গরিব অসহায় মানুষ নতুন জামা পরে হাসিমুখে ঈদ উদযাপন করবে এটাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া। প্রধানমন্ত্রীর নিদের্শনায় ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাছির উদ্দীন বাবলু, নজরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হােসেন, সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক, জুলকার নাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মন্ডল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, আশকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, খােট্টাপাড়া আওয়ামী লীগের সভাপতি গাজিউল হক গাজি, আওয়ামী লীগ নেতা মনির হােসেন, যুবলীগ নেতা কবির আহম্মেদ, আরিফুর রহমান কাজল সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযােগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
২ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৮ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে