বগুড়ার আদমদীঘিতে রাতে মাদক বিক্রি কালে রুনা নামের এক নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা এবং ১০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে। গত বুধবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সান্তাহার মালগুদাম মসজিদের উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার রানিং রুম পোষ্ট অফিস পাড়ার মৃত রফিকুল ইসলাম রফিকের স্ত্রী মোছা রুনা (৪৪), মালশন গ্রামের মংলা সরদারের ছেলে চাঁন মিয়া (৩৪) ও দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের ছোলায়মান আলীর ছেলে সুমন রহমান (৪৫)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার দিবারাত ১০ টার দিকে সান্তাহার মালগুদাম মসজিদের উত্তর পাশে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে এসআই তারেক হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি কালে ওই দুইজনকে আটক করা হয়। এসময় রুনা নামের ওই নারীর হেফাজত থেকে ৯০০ গ্রাম ও চাঁন মিয়ার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একই রাতে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে সুমন রহমানকে গ্রেফতার ও তার হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মামলার তদন্তকারি এসআই প্রদীপ কুমার জানান, গ্রেফতারকৃত নারীসহ তিন মাদক কারবারিকে আজ বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
১ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ৫ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে