বগুড়ার আদমদীঘিতে ১৫পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আহাদত আলী (৪২) ও জুয়েল হোসেন (৩৮) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১ নভেম্বর) রাতে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহাদত আলী আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনসাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও জুয়েল হোসেন একই ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামের মজিবর শেখের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে টহল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে যাত্রী ছাউনির পিছন থেকে ওই দুই জনকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ১৫ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে