বগুড়ায় ৩৮৪ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ চার জনকে আটক করেছে র্যাব।
২৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল সোয়া ৬ টায় র্যাব-১২ এর অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর থানার দুর্গাপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার বাজগ্রামের তবারক আলীর ছেলে মজিদুল ইসলাম (২৮), একই উপজেলার জানডুকুরী এলাকার ধনেশ্বর বর্মনের ছেলে বিপ্লব রায় (২২) ও একই জেলার সিঙ্গিয়ারী থানার মতিয়ার রহমানের ছেলে নুরুজ্জামান (৩২) এবং রুংপুরের কোতয়ালীর কেরানীপাড়ার আব্দুল মান্নানের ছেলে মাইদুল ইসলাম (৩৭) কে আটক করা হয়।
শুক্রবার রাতে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে ঢাকগামী একটি টয়োটা নোয়া গাড়িতে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছে। তখন র্যাবের একটি টিম রংপুর জেলার মিঠাপুকুর থানার দুর্গাপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে তল্লাশি চালানোকালে ৩৮৪ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ওই চারজনকে আটক করে।
র্যাব-১২ বগুড়া'র কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, বিশেষ কায়দায় মাইক্রোবাসে সাদা সিলিন্ডারের নীচে এবং মোটরসাইকেলের আরোহীর মাঝখানে ছোট প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে এসব ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় ৫ টি মোবাইল ফোন, ৬ টি সীম, ১ টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসসহ নগদ ১২৪০ টাকা জব্দ করা হয়।
আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের রংপুরের মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।
৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ ঘন্টা ৪২ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে