ঢাকা বিভাগসহ ৪ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের আভাস আদমদীঘিতে ৭ শ্যালোর পাম্প চুরি, দিশেহারা কৃষক ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রাম ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাদকের বিরুদ্ধে খোকসার ওসির জিরো টলারেন্স ঘোষণা সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক: জিম্মি থাকা দুই জেলে উদ্ধার। প্রিয়জন সামাজিক সেবামূলক সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ছাত্র নেতা শামীমকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা গরমে ত্বকের যত্নে উপকারী উপায় ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির রাজবাড়ীতে ওটিপি প্রতারণায় ৮ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ। রাজবাড়ীতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার।

আদমদীঘিতে ছিনতাই হওয়া ৫৮ মেট্রিক টন চাল উদ্ধার, গ্রেফতার-৬

চাল ছিনতাই এর ঘটনায় গ্রেফতারকৃত ছয়জন।

বগুড়ার আদমদীঘিতে ট্রাকে চাল বোঝাই করে মোকামে না পৌঁছে রাস্তায় ছিনতাই হওয়া তিন অটোরাইচ মিলের ৫৮ মেট্রিক টন চাল ও দুটি ট্রাক উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। গত শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাল উদ্ধারসহ ৬জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার কাহালু উপজেলার বিবির পুকুর গ্রামের আবুল কালামের ছেলে আজমল হোসেন (৩৩), একই উপজেলার লোহাজার গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হোসেন (৩৬), উলট্র পূর্বপাড়ার বাবু শেখের ছেলে লিটন শেখ (৩০), নওগাঁ সদরের চকবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সুজন হোসেন (২৬) ও সাইদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০) আনন্দনগর গ্রামের আব্দুস ছামাদের ছেলে হাসান আলী (২৪)। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারী বেলা ১১ টায় আদমদীঘির পূর্ব ঢাকারোড এলাকার মেসার্স সালমান অটোরাইস মিলে ঢাকা মেট্রো-ট-১৪-১৪৬৭ নম্বর ট্রাকে মোট ১৪ মেট্রিক টন বোঝাই করে বেলা সাড়ে ৩টায় নারায়নগঞ্জ সানারপাড়া মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামের চাল মোকামের উদ্দেশ্যে পাঠানো হয়। একই তারিখে বৈশাখী অটোরাইস মিলে বগুড়া-ট-১১-১১৫৪ ও ঢাকা মেট্রো-ট- ১৬-০৩২৩ নম্বর পৃথক দুটি ট্রাকে ৩০ মেট্রিক টন চাল বোঝাই করে বিকেল ৪টায় ঢাকা মিরপুর সততা রাইচ এজেন্সি মোকামে পাঠানো হয়। অপরদিকে গত ৮ জানুয়ারী দুপুর সাড়ে ১১ টায় আদমদীঘির কলাবাগান এলাকার মেসার্স বুশরা এগ্রোফুডস রাইচ মিলে ঢাকা মেট্রো-ট- ১৬-৬১৩৮ নম্বর ট্রাকে ১৪ মেট্রিক টন চাল বোঝাই করে ঢাকা উত্তর বাড্ডা মেসার্স পিরোজপুর রাইচ এজেন্সি নামক মোকামে পাঠানো হয়। তিন রাইচ মিল থেকে পৃথক চার টি ট্রাকে ১ হাজার ১৫ বস্তায় ২৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মোট ৫৮ মেট্রিক টন চাল পাঠানো হয়। এদিকে নির্ধারিত সময়ে চাল বোঝাই ট্রা গুলো স্ব-স্ব মোকামে না পৌঁছ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। ফলে আদমদীঘি উপজেলা তিনটি অটোরাইস মিলের মালিকদের মনে নানা সন্দেহের সৃষ্ঠি হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মেসার্স সালমান অটোরাইস মিলের প্রোডাকশন ম্যানেজার ইচহাক আলী, বৈশাখী অটোরাইস মিলের স্টোর ইনচার্জ এনামুল হক ও মেসার্স বুশরা এগ্রোফুডস রাইচ মিলের প্রশাসনিক কর্মকর্তা মখলেছুর রহমান বাদি হয়ে পৃথক ভাবে আদমদীঘি থানায় অভিযোগ করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, চালসহ ট্রক ছিনতাই ঘটনার পর বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বগুড়া জেলার কাহালু উপজেলার একটি পেট্রোল পাম্পের নিকট থেকে চাল বোঝাই একটি ট্রাক ও ১টি খালি ট্রাক এবং নওগাঁর হাঁপানিয়া এলাকার একটি গুদাম থেকে অবশিষ্ট চালসহ মোট ৫৮ মেট্রিক টন চাল উদ্ধারসহ উল্লেখিত ৬জনকে গ্রেফতার করা হয়েছে। 

Tag
আরও খবর