সারিয়াকান্দিতে প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে এক চাল ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২২ জানুয়ারি (সোমবার) সারিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতায় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোঃ আতিকুর রহমান এর উপস্থিতিতে উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দিতে অবৈধ ভাবে ধান ও চাল মজুদকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
অভিযান পরিচালনাকালে লাইসেন্সবিহীন গুদামে প্রায় ৪ টন চাল মজুদ রাখার অপরাধে কৃষি বিপনন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার একটি মামলায় হিন্দুকান্দি এলাকার ওয়াহেদ আলীর ছেলে ইলিয়াস উদ্দীন (৪০) কে ১৫,০০০(পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস কে বসাক বলেন, অবৈধভাবে চাল মজুদ রাখার কোনো সুযোগ নেই। ব্যবসায়ী ইলিয়াস উদ্দীন তার নিজ বাসার ২ টি কক্ষ গুদাম হিসেবে ব্যবহার করছেন। ব্যবসায়ীদের গুদামের যে বাণিজ্যিক লাইসেন্স প্রয়োজন তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন।
আগামী ০৪ দিনের মধ্যে তাকে গুদামের চাল বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অবৈধভাবে ধান-চাল মজুদ করণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করা যায়, খুব দ্রুত চালের বাজারে স্থিতিশীলতা ফেরানো সম্ভব হবে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ অভিযান চলমান রয়েছে।
অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।
১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে