বগুড়ার কাহালুতে মাদক ব্যবসায়ী, জুয়ারি এবং ওয়ারেন্টভুক্ত নারী আসামি সহ ১২ জনকে আটক করেছে পুলিশ। ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার খিয়ার ভুগইল গ্রামের মৃত হুজুর আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪) কে ১ হাজার পিচ নেশা জাতীয় ট্যাবলেট সহ এবং সকাল ৬ টায় উপজেলার দামগাড়া এলাকার মৃত আঃ হামিদের ছেলে কামরুজ্জামান (৪৩) কে ৫০০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট সহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম।
তিনি আরও জানান, কাহালু থানা পুলিশের আলাদা এক অভিযানে জামগ্রাম ইউনিয়নের পানাই এলাকার হবিবর রহমানের ছেলে শামীম হোসেন (৪০)এর বাড়ি থেকে জুয়া মামলার আসামী পানাই এলাকার মৃত ওসমান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫২), একই এলাকার আবু তাহের এর ছেলে মানিক (২৮), বাঘোপাড়ার লোকমান হাকিমের ছেলে রাজু প্রাং (৩৮), হবিবর রহমানের ছেলে শামীম হোসেন (৪০), ভাগজোড় কালিপাড়ার হারুন অর রশিদ এর ছেলে শুভ (২৬) কে ০২ সেট তাস সহ আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ১,১১০/- টাকা জব্দ করা হয়। এছাড়াও সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী লোহাজাল এলাকার বদিয়ার রহমান এর মেয়ে আসমা খাতুন, সিআর ওয়ারেন্টভুক্ত আসামী শিকলওড় এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী রেহেনা বেগম, ভেটিসোনাই এলাকার নাজিম উদ্দিন এর মেয়ে নাজমা বেগম কে আটক করেছে পুলিশ।
একইসাথে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় হাজরাদিঘী এলাকার মৃত খয়বর আলীর ছেলে মামুনুর রশিদ পিন্টু ((৪৫), খোরশেদ আলমের ছেলে নুরনবী (৩০) আটক করা হয়। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে