বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম, পিপিএম) বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশকে গড়তে সচেষ্ট ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে দেশে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান। তিনি আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই পুলিশ। এজন্য এলাকায় মাদক সন্ত্রাসসহ যে কোন অপরাধ সংঘঠিত হলে পুলিশের সহযোগিতা নিবেন।
সেজন্য বগুড়াস্থ কৃষিবিদ ফোরাম আদমদীঘি উপজেলার শীতার্ত ও গবীর মানুষের পাশে দাঁড়িয়েছেন। গতকাল সোমবার (২৯ জানুয়ারী) বিকেল ৫টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে বগুড়াস্থ কৃষিবিদ ফোরামের আয়োজনে শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সভায় উপস্থিত ছিলেন, পদ্মা তেল কোম্পানী লিঃ বগুড়ার ম্যানেজার এবিএম সামছুল কবিরা, পদ্মা তেল কোম্পানীর (বিক্রয়) এজিএম হানিস আহমেদ সরকার, ডেপুটি ম্যানেজার সাজ্জাদুল করিম, ডিডি বিএডিসি সারোয়ার জাহান, জোনাল ডিরেক্টর কাজেম আলী, ডিডি (অব:) ডিএই আব্দুর রাজ্জাক, আদমদীঘি সার্কেলের এএসপি নাজরান রউফ, থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী, সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকারসহ নেতৃবর্গ।
১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে