কক্সবাজারের মহেশখালীতে পথচারী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে টমটম উল্টে গিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম নুরুল হাসেম (৩৮)। তিনি হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র।
দুর্ঘটনায় সালমা খাতুন (৫০) নামের আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি নতুন বাজার এলাকার আবুল খায়েরের স্ত্রী।
আজ বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়াস্থ ইউসুফ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বড় মহেশখালী নতুন বাজার থেকে যাত্রী নিয়ে টমটমটি পানিরছড়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় এক মাদ্রাসা শিক্ষার্থী বিক্ষিপ্তভাবে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি খাদে পড়ে উল্টে যায়। এতে চালক নুরুল হাসেম ও সালমা খাতুন গুরুতর আহত হন।
তাদেরকে মুমূর্ষু অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নুরুল হাসেমকে মৃত ঘোষণা করেন।
সালমা খাতুন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের শ্যালক ওসমান গনি জানান, তার ভগ্নিপতি নুরুল হাসেম বড় মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়া পাড়ায় শশুরবাড়ি এলাকায় তার অপর ভায়রার সাথে বসবাস করে টমটম চালাতেন। দুর্ঘটনার বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এই বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
৩ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে