কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার ঝাউবাগান থেকে এবাদত উল্লাহ (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪জুন) বিকেল তিনটার দিকে সমিতি পাড়ার পশ্চিম কুতুবদিয়া পাড়ার ঝাউবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা।
নিহত এবাদত সমিতিপাড়ার নতুনপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের ছেলে। সে পৌর প্রিপ্যারটরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ভাই শরীয়ত উল্লাহ জানান, শুক্রবার রাতে বাড়ি ফিরেনি এবাদত। তারপর থেকে মুঠোফোনও বন্ধ। পরে সকালে খবর মিলেছে ঝাউবাগানে মরদেহ পড়ে আছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা তিনি নিশ্চিত নন।
তবে প্রেম সংক্রান্ত বা ইয়াবা সেবনের বিষয়ে তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ও সিআইডি টিম ঘটনাস্থলে এসে সুরতাহাল ও আলামত সংগ্রহ করেছে। তার শরীরে একাধিক ছুরিকাঘাত ও রশি দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কে বা কারা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে