কক্সবাজারের ১৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এসব চেক বিতরণ করা হয়। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। সংবাদকর্মীদের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। ওই ট্রাস্টের মাধ্যমে করোনাকালীন সময়ে সারাদেশের সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে সরকার। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্যও শেখ হাসিনা সরকার সবসময় পাশে দাঁড়িয়েছে। সে জন্য বঙ্গবন্ধু কন্যার প্রতি সাংবাদিকদের কৃতজ্ঞতা থাকা উচিত বলে মনে করেন নগর পিতা। সভা শেষে জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৯ জন সাংবাদিককে অনুদানের চেক বিতরণ করা হয়।
৪ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে