কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ছয় জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
শুক্রবার (৭ জুলাই) রাতে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প/ওয়েস্ট- এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা।
কক্সবাজার ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ আমির জাফর বলেন, ১৪ এবং ৮ এপিবিএনের যৌথ অভিযানে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প/ওয়েস্ট- থেকে ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে, গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-বি-১৭-১৮ সংলগ্ন এলাকায় দুষ্কৃতকারীদের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ফাইভ মার্ডারের ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি। সে কারণে মামলা রেকর্ড হয়নি।
মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৪ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯ দিন ৪৪ মিনিট আগে
১০ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে
১৩ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে